৩ সেপ্টেম্বর ২০১৯ - ১৫:১৯
 মহররম উপলক্ষে তেহরানে বিশ্বের তৃতীয় বৃহত্তম পতাকা উড্ডয়ন

ইসলামী প্রজাতন্ত্র ইরানে আগামীকাল থেকে শোকাবহ মহররম মাস শুরু হচ্ছে। এ উপলক্ষে আজ (শনিবার) রাজধানী তেহরানের 'বগে হোনার' এলাকায় এক হাজার বর্গ মিটার আয়তনের 'ইয়া হোসেইন' পতাকা উত্তোলন করা হয়েছে।

ABNA: তেহরানের সিটি কর্পোরেশন জানিয়েছে, এটি হচ্ছে ইরানের সর্ববৃহৎ এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম পতাকা। এই পতাকার মোট আয়তন হচ্ছে এক হাজার ৫৬ বর্গ মিটার। আগামীকাল থেকেই ইরানের সর্বত্র নানা ধরণের শোকানুষ্ঠান শুরু হবে।

হিজরি ৬১ সালের মহররম মাসের ১০ তারিখে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শাহাদাৎবরণ করেন মহানবী হজরত মুহাম্মাদ (স.)'র প্রিয় দৌহিত্র ইমাম হোসেইন (আ.)।  #

.............

300